সাতক্ষীরার কলারোয়ায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
সাতক্ষীরার কলারোয়ায় ইজিবাইকের ধাক্কায় ফুরকান হাসান (৮) নামের এক দ্বিতীয় শ্রেণিতে পড়–য়া ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামে কলারোয়া-চান্দুড়িয়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ফুরকান হাসান কাঁদপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী হাসান আলীর ছেলে। সে কাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো। প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের শুক্রবার জানান- মা রজিনা খাতুনের সঙ্গে আর্সেনিকযুক্ত পানি আনতে গিয়ে কাঁদপুর গ্রামে কলারোয়া-চান্দুড়িয়া সড়ক পার হওয়ার সময় চান্দুড়িয়া থেকে গয়ড়াগামী একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় ফুরকান। সঙ্গে সঙ্গেই তাকে পাশের গয়ড়ার আছিয়া মেমোরিয়াল ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মারা যায়। এ ঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।