বেনাপোল সীমান্তে ৪০হাজার ইউএস ডলার ও ১হাজার বোতল ফেনসিডিলসহ ৩পাচারকারী আটক
যশোরের বেনাপোল ও শার্শা সীমান্ত পৃথক অভিযান চালিয়ে ৪০ হাজার ইউএস ডলার ও ১০০০ বোতল মাদক সহ জাহিদ,নাহিদও জববার নামে ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি। অপরদিকে প্রায় ৪হাজার পিস ইয়াবার চালান জব্দ করে ২১বিজিবি।
যশোর৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক জানান,ভারত থেকে বিপুল পরিমাণ ডলার ও ফেনসিডিলের চালান বাংলাদেশে প্রবেশ করছে জানতে পারেন তারা।শুক্রবার সকালে বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বড়আচড়া গ্রামের সাহেব আলীর ছেলে জাহিদ হোসেনকে আটক করা হয় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০হাজার ইউএস ডলার।সিকড়ী মাঠ থেকে ৫০৯ বোতল ফেনসিডিল সহ আটক করা হয় ঝিকরগাছার হাসান আলীর ছেলে নাহিদ হোসেনকে।শিকারপুর সীমান্ত থেকে২৯৩বোতল ফেনসিডিলসহ আটক করা হয় শার্শা টেংড়া গ্রামের কেরামত আলীর ছেলে আব্দুর জব্বারকে ।বৃত্তিআচড়া এলাকা থেকে১৩৮বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি ।অগ্রভুলোট সীমান্ত থেকে ৩৯৪৫পি ইয়াবা জব্দ করে ২১ব্যাটলিয়নের বিজিবি। আটক মাদক দ্রব্য-ডলার সহ পাচারকারীদেকে বেনাপোল ও শার্শা থানায় হস্তান্তর করা হয় বলে জানায় বিজিবি।