সাংবাদিক লাঞ্ছিত করে ক্ষমা চেয়ে রেহাই পেল কালিগঞ্জের আলোচিত বাদশা
কালিগঞ্জে রতনপুরে শাহানারা বেকারিতে সংবাদ সংগ্রহকালে দৈনিক সাতক্ষীরা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক এম,ডি আরাফাত আলীকে লাঞ্ছিতকারী বাদশা ক্ষমা চেয়ে রেহাই পেলেন। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের কঠোর পদক্ষেপে গতকাল বুধবার (২৮ নভেম্বর) বাদশা রিপোর্টার্স ক্লাবে উপস্থিত হয়ে সকল সাংবাদিকদের সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে নেন।
এবং তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে বলেন আমি বুঝতে পারিনি আরাফাত আলী একজন সংবাদ কর্মী। তার সাথে আমি খারাপ ব্যবহার করে ভুল করেছি। তাছাড়া ভবিষৎতে তিনি কোন গণমাধ্যম কর্মীদের সাথে আর কখনো খারাপ আচরণ করবেননা বলে তার ভুল হয়েছে স্বীকার করে উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে নেন।
উল্লেখ্য গত ২৫ শে নভেম্বর সকাল ১১ টার সময় উপজেলার রতনপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে শাহানারা বেকারিতে খাবার তৈরির সচিত্র প্রতিবেদন করতে গেলে সাংবাদিক আরাফাতকে লাঞ্ছিত করে গান্ধুলিয়া গ্রামের আব্দুল জলিল সরদারের ছেলে আনোয়ার সাদাত বাদশা।