কালিগঞ্জে সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসীর হাতে সাংবাদিক লাঞ্ছিত ।। থানায় অভিযোগ
কালিগঞ্জের রতনপুর বাজারে শাহানারা বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির সচিত্র প্রতিবেদনের জন্য সংবাদ সংগ্রহকালে সাতক্ষীরা থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল দৈনিক সাতক্ষীরার ও দৈনিক দক্ষিণের মশাল ভ্রাম্যমাণ,জে টিভির জেলা প্রতিনিধি আরাফাত আলী সন্ত্রাসী হামলায় লাঞ্ছিত হয়েছে। এ ঘটনায় সাংবাদিক আরাফাত আলী কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রতনপুর বাজারের শাহানারা বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির ছবি উঠাতে গেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামের আব্দুল জলিল সরদারের ছেলে আনোয়ার সাদাত বাদশা তার উপর হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়া তার নিকট থাকা ভিডিও ক্যামেরা,চ্যানেলের লোগো ও প্যাড ছুড়ে মাটিতে ফেলে দেয় এবং তাকে হুমকি প্রদান করে এবং বলে বেকারিতে তোকে ঢোকার অনুমতিকে দিয়েছে কে। তোদের মত সাংবাদিক আমার পকেটে সবসময় দশটা থাকে।
এসময় সন্ত্রাসী বাদশা নিজেকে আওয়ামী লীগের একজন বড় নেতা পরিচয় দিয়ে কটূক্তি করে বলে সাংবাদিক হোক আর পুলিশ হোক আমার কেউ কিছু করার ক্ষমতা রাখে না। তোর ক্ষমতা থাকলে তুই আমার নামে যা ইচ্ছে লেখ। তোদের ক্ষমতা কতটুকু সেটা আমার জানা আছে। সাংবাদিকদেরকে বেঁধে পিটালেও তাদের কিছু করার ক্ষমতা নেই এই বলে তার শরীরে ধাক্কা দিয়ে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে বেকারি থেকে বের করে দেয়।
সাংবাদিককে লাঞ্ছিত করার ব্যাপারে বেকারির মালিক আব্দুর রহিম দু:খ প্রকাশ করে বলেন আমি বাদশাকে ডাকিনি ও নিজের মত এসে সাংবাদিককে লাঞ্চিতকরা সহ সাংবাদিক আরাফাতের কাছে থাকা ভিডিও ক্যামেরা,চ্যানেলের লোগো ও প্যাড ছুড়ে মাটিতে ফেলে দেয় যেটা খুবি দু:খ জনক। এব্যাপারে সন্ত্রাসী বাদশার কাছে জানতে চাইলে সাংবাদিককে লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করেন।