কালিগঞ্জে সংখ্যালঘু বিধবা নারীর বসত ভিটা দখলের চেষ্টার অভিযোগ
কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামে সংখ্যালঘু বিধবা অঞ্জলী রাণী বসাকের (৪৫) বসতবাড়ী মন্দিরসহ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গ্রামের । কাশিশ্বরপুর গ্রামের মৃত বিমল কুমার বসাকের স্ত্রী বিধবা অঞ্জলী রাণী জানান গত তিন বছর আগে তার স্বামী পরলোক গমণ করেছেন। স্বামী মারা যাওয়ার তিন মাস পর থেকেই তার স্বামী ও শ্বশুরের রেখে যাওয়া সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে তেঘরিয়া গ্রামের মান্নান গাজীর বখাটে ছেলে জাহাঙ্গীর (৩০) ও একই এলাকার মৃত জুরন মোল্ল্রার ছেলে সামাদ (৪৫)। বর্তমানে তার একমাত্র ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে। তার পরিবারের আর কোন সদস্য না থাকায় তার স্বামীর রেখে যাওয়া দুই বিঘা জমিতে বাড়িসহ রাধা গোবিন্দ মন্দির দখল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন জাহাঙ্গীর ও ছামাদ। প্রয়োজনে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে ওই জমি দখল করে নিবে বলে বিভিন্ন সময়ে হুমকি দিচ্ছে তারা। স্থানীয় নুরজাহান,ফতেমা ও ছাবিনা বলেন অঞ্জলীর একমাত্র ছেলেও বাড়িতে না থাকায় ওই অসহায় বিধবা নারীর শেষ সম্বল তার স্বামী ও শ্বশুরের রেখে যাওয়া বসত ভিটা টুকু দখল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে জাহাঙ্গীর ও ছামাদ। এ বিষয়ে পরিত্রাণ পাওয়ার জন্য ওই বিধবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন যাহার নাম্বার ৫২১। এবিষয়ে জানার জন্য জাহাঙ্গীরের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ওই জমি সে অঞ্জলী রানীর শ্বাশুরির নিকট থেকে কিনে নিয়েছেন বর্তমানে জমির মালিক তিনি। কিন্তু জোর করে ওই জমি দখল করে রেখেছে অঞ্জলী রানী ও তার ছেলে সঞ্জয়। এছাড়া তিনি আরও বলেন জমির দলিল আমার নামে তার পরও আমাকে ওই জমি তারা দখল দিচ্ছেনা। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মুঠো ফোনে ছামাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা সত্য নয়।