সাতক্ষীরার চারটি আসনে মহাজোটের মনোনয়ন যা ছিল তাই
মহাজোটের (১৪ দলের ) মনোনয়ন নিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান হয়েছে। সাতক্ষীরার চারটি আসনেই মহাজোটের মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে যা ছিলো এবারও তাই। কোন প্রার্থী পরিবর্তন হয়নি। জেলার চারটি আসনের মধ্যে আওয়ামী লীগ ৩টি ও মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কর্স পার্টি ১টি আসন পেয়েছেন।
আজ রোববার আওয়ামী লীগ যে ২৩০ টি আসনে তাদের দলীয় প্রার্থী চুড়ান্ত করেছে তার মধ্যে সাতক্ষীরা-২ (সদর ) আসনে বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি পুনরায় মনোনয়ন পেয়েছেন। সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জের একাংশ ) আসনে বর্তমান এমপি, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর , কালিগঞ্জের একাংশ ) আসনে বর্তমান এমপি এস এম জগলুল হায়দার পুনরায় মনোনয়ন পেয়েছেন।
সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি জানান, আমার দলীয় মনোনয়ন নিশ্চিত হয়েছে। মনোনয়নের চিঠি হাতে পেয়েছি।
সাতক্ষীরা-৩ আসনের মহাজোটের প্রার্থী ডা: আ ফ ম রুহুল হক জানান, আমার মনোনয়ন নিশ্চিত হয়েছে। মনোনয়নের চিঠি আমার হাতে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
সাতক্ষীরা-৪ সাতক্ষীরা-৩ আসনের মহাজোটের প্রার্থী এস এম জগলুল হায়দার বলেন, ইতোমধ্যে মনোনয়নের চিঠি হাতে পেয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। সকলের সহযোগিতায় আমি আবারও এমপি নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করবো।
সাতক্ষীরা-১ ( তালা-কলারোয়া ) আসনে মহাজোটরে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের ওয়ার্কর্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য, সাতক্ষীরা জেলা ওয়ার্কর্স পার্টির সভাপতি বর্তমান এমপি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ । সাতক্ষীরা জেলা ওয়ার্কর্স পার্টির সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মোড়ল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আগামী কাল ২৬ নভেম্বর বেলা ১১ টায় ১৪ দলের পক্ষে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এড. মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র জমা দিবেন বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।