চাম্পাফুলের মামলাবাজ শ্যামলী এযাত্রায় ক্ষমা চেয়ে রেহাই পেল
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ০৩ নং চাম্পাফুল ইউনিয়নের সাইহাটী গ্রামের দিলীপ নন্দীর মেয়ে শ্যামলী নন্দী (৫৫) অদ্যাবধি সাতক্ষীরা কোর্ট সহ বাংলাদেশের বিভিন্ন দপ্তরে নিরীহ অতি সাধারণ হাজারো মানুষের নামে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করে আসছিল । যা পরবর্তী সময়ে মহামান্য আদালতে মিথ্যা বলে প্রমাণ হয়েছে । সাম্প্রতিক চাম্পাফুল বাজারে বিভিন্ন গরীব ভ্যানচালক ও ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকদের কাছে নানা রকম মামলা মোকদ্দমার ভয় দেখিয়ে টাকা পয়সা চাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাজারের ব্যবসায়ী ও ক্রেতাসাধারণ তাকে মিথ্যা কোর্ট পিটিশন ও চাঁদাবাজি বন্ধ করতে সম্মিলিতভাবে অনুরোধ করলে ২৫ নভেম্বর ২০১৮ ইং রোজ রবিবার চাম্পাফুল বাজারস্থ দিঘীর মোড়ে সকল ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে সকলের উদ্দেশ্যে বলেন-“আমি শ্যামলী নন্দী, আর কখনই কারো নামে অহেতুক মিথ্যা পিটিশন দাখিল করব না, সাধারণ জনগণকে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করব না, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম ভাঙাবো না। আপনারা আমাকে ক্ষমা করে দেন।” এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মোঃ তারিকুল ইসলাম (তারিক), জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম (ইমন), চাম্পাফুল ইউ পি সদস্য সাইলুজ্জামান খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা আজিম খান, সালাউদ্দীন মুন্না, সবুজ, ফারুক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শ্যামলীর এ ক্ষমা প্রার্থনায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।