চতুর্থ শিরোপা ঘরে তুললো অজি নারীরা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা নিজেদের করে নিল অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের এন্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে রবিবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় খেলাটি শুরু হয়।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। নির্ধারিত ওভারের দুই বল বাকি থাকতেই সব কয়টি উইকেট হারিয়ে ১০৫ রান করে ইংল্যান্ড। ওয়েট ৪৩ ও নাইট করেন ২৫ রান। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অ্যাশলেই গার্ডনার তিনটি, জর্জিয়া ওয়েরহ্যাম ও মেগান স্কাট দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে সাবলীলভাবেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ৪৪ রানের মধ্যে দুই ওপেনার আলিসা হেলি (২২) ও বেথ মুনি (১৪) আউট হন। এরপর অ্যাশলেই গার্ডনার ও মেগ ল্যানিং বাকিটা পথ পাড়ি দিতে সক্ষম হন।
গার্ডনার ৩৩ ও ল্যানিং ২৮ রান করে অপরাজিত ছিলেন। বল হাতে তিন উইকেট ও বল হাতে সর্বোচ্চ ৩৩ রান করে ম্যাচসেরা হন গার্ডনার। অলরাউন্ডার নৈপূণ্যের কারণে ম্যাচ সেরা হন গার্ডনার। আর টুর্নামেন্ট সেরা হন অ্যালিসা হিলি।