একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করে যে তফসিল ঘোষণার করা হয়েছে তা স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রোববার (২৫ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন।
এ রিটের বিষয়ে আইনজীবী ইউনুস আলী আকন্দ গণমাধ্যমকে বলেন, ‘জাতীয় সংসদ বহাল রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কেন অবৈধ ঘোষণা করা হবে না রিটে এ মর্মে রুল চাওয়া হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছেন তা স্থগিত চাওয়া হয়েছে।’
আইনজীবী ইউনুস আলী আকন্দ আরও বলেন, সংসদ বহাল রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে তা সংবিধানের ৬৬ অনুচ্ছেদ এবং আরপিও এর ১২ ধারার পরিপন্থী মনে করেই আজ আমি রিট আবেদনটি করেছি।
Please follow and like us: