পাটকেলঘাটা নিলিমা ইকোপার্কটি পূর্নাঙ্গ পার্কে পরিণত করার জন্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের পর্যাবেক্ষন
সাতক্ষীরা জেলার সবচেয়ে বড় বাণিজ্যকেন্দ্র পাটকেলঘাটা বাজার। কপোতাক্ষ নদের ধারে ইকোপার্কটি বেশ দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। পার্কটি পূনাঙ্গ পার্কে রূপান্তরিত করা ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য গতকাল শনিবার ঢাকা থেকে আর্কিটেড মাসুম আহম্মেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেসামরিক বিমান ও পর্যাটন মন্ত্রণালয়ের পত্রের নির্দেশনা মোতাবেক নক্সা ও প্রক্বকলন বিস্তারিত প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের জন্য পর্যাবেক্ষনে আসেন। এ সময় তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন,তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন,চেয়ারম্যান মতিয়ার রহমান,প্রতিনিধি দলের সদস্য পলাশ,তুষার ও হাবিবুর রহমান ও বাজার বনিক সমিতির সদস্য ইউপি সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কপোতাক্ষ নদের ধারে ২০১৭ সালের ১লা অক্টোবর তৎকালীন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহীউদ্দীন জাক-জমকপূর্ণ ভাবে নীলিমা ইকো পার্ক উদ্বোধন করেন। পার্কটি বর্তমানে জনসাধারণের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন এলাকাথেকে জনসাধারণ পার্কটি দেখার জন্য ছুটে আসছে। এলাকাবাসীর পক্ষ থেকে সরুলিয়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে কপোতাক্ষ নীলিমা ইকো পার্কের সৌন্দর্যবৃদ্ধি, পর্যটকদের জন্য আকর্ষণীয় ও দর্শনীয় করনে ১১টি প্রস্তাব চেয়ারম্যান পর্যাটন মন্ত্রণালয়ে পাঠায় অবশেষে বিষয়গুলি সরকারের দৃষ্টি গোচরে আসায় এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট বিভাগকে অভিনন্দন জানিয়ে কাজগুলি বাস্তবায়নের দাবি জানিয়েছেন। উল্লেখযোগ্য দাবিগুলো ছিল পার্ক সংলগ্ন কপোতাক্ষ নদের এপার ওপার একটি ঝুলন্ত ব্রিজ নির্মাণ, কপোতাক্ষ নদের ওপার অংশের অতিরিক্ত জমি পার্কের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং পার্কের অন্তর্ভুক্তি করা, পার্ক সংলগ্ন কপোতাক্ষ নদের ধার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ,পাটকেলঘাটা খাদ্যগুদাম হতে নীলিমা ইকোপার্ক পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ,পার্কের সুবিধামত স্থানে একটি গোল চত্বর স্থাপন, নীলিমা ইকোপার্কের নিরাপত্তার স্বার্থে কাটা তারের বেড়া, বাইরে থেকে আসা পর্যটকদের জন্য গেস্ট হাউজ তৈরি করা, সরকারী সার্ভেয়ার দ্বারা জরিপের মাধ্যমে কপোতাক্ষ নদের সীমানা নির্ধারণ ও নীলিমা ইকো পার্কের জায়গা প্রসারিত করা, পার্ক সংলগ্ন অপেক্ষাকৃত নিচু জায়গায় মাটি ভরাট করা, কপোতাক্ষ নদের ওপার অংশে ট্রীপ বাগান তৈরি করা। বর্তমানে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে কপোতাক্ষের তীরে গড়ে ওঠা সৌন্দর্যমন্ডিত নীলিমা ইকোপার্কটি এক নজর দেখতে হাজার হাজার পর্যটকরা ছুটে আসেন ।