নাইজেরিয়ার সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা নিহত
নাইজেরিয়ার একটি সামরিক ঘাঁটিতে সশস্ত্র হামলায় শতাধিক সেনা সদস্য নিহত হয়েছে। গত রোববার এই হামলার ঘটনা ঘটলেও তা বৃহস্পতিবার প্রকাশ করেন দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা।
হামলার জন্য পশ্চিম আফ্রিকার ইসলামিক স্টেটকে দায়ী করেন তিনি। ২০১৫ সালে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ক্ষমতায় আসার পর দেশটিতে এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের মেতেলে গ্রামের ওই সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। বোর্নো প্রদেশে বোকো হারাম ও ইসলামিক স্টেট জঙ্গিদের বিদ্রোহের কেন্দ্রবিন্দু বলে বিবেচনা করা হয়।
এক কর্মকর্তা বলেন, বিদ্রোহীরা আমাদের অজ্ঞাতসারে হামলা চালায়। ঘাঁটিটিতে অস্ত্র থাকা অবস্থাতেই জ্বালিয়ে দেয়া হয় আর আমরা প্রায় একশো সেনা হারিয়েছি।
Please follow and like us: