কলারোয়া চলছে রাস্তা সংস্কার, ভোগান্তিতে পিএসসি পরীক্ষার্থীরা
সারাদেশের ন্যায় কলারোয়া উপজেলায় ১৩টি কেন্দ্রে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২০১৮ সালের ছোটদের এসএসসি খ্যাত পিএসসি পরীক্ষা শুরু হয়েছে। উপজেলার ১৩টি কেন্দ্রের মধ্যে একটি পরীক্ষা কেন্দ্রের নাম কুশোডাংগা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। যেখানে পরীক্ষা দিচ্ছে কুশোডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারিখুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবানন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পানিকাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢেপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিছলাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়টা সবুজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়টা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুশোডাংগা দালিখ মাদ্রাসা, ধানঘরা দাখিল মাদ্রাসা, শাকদাহ দালিখ মাদ্রাসা, রায়টা দালিখ মাদ্রাসাসহ মোট ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থী। এসকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ রাস্তা হেলাতলা ব্রিজ টু শাকদাহ বাজার। রাস্তা সংস্কার নি:সন্দেহে একটি উন্নয়নমূলক কাজ, আর সে ব্যাপারে কোন প্রশ্নও নেই। কিন্তু দীর্ঘ সময় ধরে চলছে রাস্তা খোঁড়াখুড়ি ও কার্পেটিং এর কাজ। সেটি কবে শেষ হবে তাও জানেনা কেউ। রাস্তাটির বিকল্প আর কোন রাস্তা না থাকায় ওই রাস্তা দিয়ে যাতায়াতে এলাকাবাসি সহ সকল শিশু পরীক্ষার্থীদের পড়তে হচ্ছে দারুণ ভোগান্তিতে। পিএসসি শিক্ষার্থীদের পরীক্ষার কথা ভেবে তাদের যাতায়াতের সুবিধার্থে কর্তৃপক্ষের কাছে অভিভাবকসহ সুধিজনের দাবী পরীক্ষা শুরুর আগে ও পরে এক ঘন্টা করে রাস্তার সকল কার্যক্রম বন্ধ রাখা হোক। আর সেটি যদি করা যায় তাহলে কোমলমতি শিশু পরীক্ষার্থীদের ভোগান্তি কিছুটা কমবে।