নির্বাচনে কালো টাকা ছড়াছড়ি খতিয়ে দেখবে দুদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা খরচের বিষয়টি দুদক খতিয়ে দেখবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
বৃহস্পতিবার সংস্থাটির প্রধান কার্যালয়ে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ইকবাল মাহমুদ বলেন, নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ির বিষয়টির পর্যবেক্ষণ করবে দুদক। এতে যে কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তা তদন্ত করা হবে। কালো টাকার মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
“দুদক বিশ্বাস করে কোনো কালো টাকা বা অবৈধ সম্পদ অর্জনকারীদের দেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে না।” তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, প্রার্থীরা নির্ধারিত সময়েই নির্বাচন কমিশনে তাদের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ বিবরণী জমা দেবেন। হলফনামায় অবৈধ সম্পদের কোনো বিষয় থাকলে দুদক আইনি প্রক্রিয়া অবলম্বন করবে।
দুদক চেয়ারম্যান আরো বলেন, দুর্নীতি দমন কমিশনের মামলায় শতভাগ সাজা নিশ্চিত প্রতিষ্ঠানকে সফল বিবেচনা করা হবে। যদিও এক্ষেত্রে বর্তমান কমিশনের সফলতা রয়েছে। দুর্নীতি দমনে আমাদের চেষ্টা অব্যাহত আছে।