সুন্দরবনে রাসমেলায় বিপুল সংখ্যক পূণ্যার্থীর ও দর্শনার্থী অংশ গ্রহণ
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে দুবলার চরে রাস পূজা উপলক্ষে ৩দিন ব্যাপী রাস মেলা উপভোগ করার জন্য বিপুল সংখ্যক পূণ্যার্থী ও দর্শনার্থী অংশ গ্রহণ করেছেন। আগামীকাল ২৩ শুক্রবার পূন্যস্নানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে রাস মেলা শেষ হবে। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রফিক আহম্মেদ জানান, গত ২১ নভেম্বর হতে ২৩ নভেম্বর পর্যন্ত সুন্দরবনের দূবলার চরে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের রাস পূজা উপলক্ষে রাস মেলায় সাতক্ষীরা রেঞ্জের ৪টি স্টেশন হতে ৫হাজার ৭৪৭জন পূন্যার্থী ও দর্শনার্থী অংশ গ্রহণ করেছেন। ৩দিনের প্যাকেজে মাথাপিছু ৫০টাকা রাজস্ব দিয়ে মোট ৬লক্ষ ৫৮ হাজার ২৪৩ টাকা রাজস্ব আদায় হয়েছে। তন্মধ্যে বুড়িগোয়ালিনী স্টেশন অফিস ১ হাজার ১৫০ জনের কাছ থেকে ১লাখ ৯হাজার টাকা, কৈখালী স্টেশন অফিস ১ হাজার ৯৪৫ জনের কাছ থেকে ২লাখ ৩৫ হাজার ৪৯২ টাকা, কদমতলা স্টেশন অফিস ১ হাজার ৪৩২ জনের কাছ থেকে ১লাখ ৬৩ হাজার ২১৫ টাকা এবং কোবাতক স্টেশন অফিস ১ হাজার ২২০জনের কাছ থেকে ১লাখ ৫০ হাজার ১২৬ টাকা আদায় করেছেন। সন্ধ্যার পরে দুবলার চরে দর্শনার্থী ও পূন্যার্থীরা অবস্থান করতে পারবেন না তিনি জানান।