সাতক্ষীরার জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার ইন্দ্রজিৎ এর মিউজিক ভিডিও ‘পিরিতি’র আত্মপ্রকাশ
সাতক্ষীরার এ সময়ের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী কুমার ইন্দ্রজিৎ এর মিউজিক ভিডিও ‘পিরিতি’ ইউটিউব চ্যানেল পঞ্চম এ প্রকাশিত হয়েছে। গ্রাম বাংলার প্রেম বিরহ ভালোবাসার গল্প নিয়ে মিঠুন দাশের কথা, সুর সঙ্গীতে এবং শিল্পী কুমার ইন্দ্রজিৎ এর অসাধারণ গায়কীতে গানটি সর্বধরনের শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেতে শুরু করেছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন এ সময়ের জনপ্রিয় মিউজিক ভিডিও নির্মাতা ও আর্ট ডাইরেক্টর শুভ্র দাশ। এ প্রসঙ্গে তিনি বলেন সঙ্গীত শিল্পী কুমার ইন্দ্রজিৎ এর বেশ কয়েকটি অডিও গান আমি শুনেছি তার প্রত্যেকটি গানের ভিন্ন ভিন্ন পরিবেশনা আমাকে মুগ্ধ করেছে, পিরিতি গানটি তার মধ্যে একটি অন্যতম গান। গ্রাম বাংলার সহজ সরল তরুণ তরুণীদের ভালোবাসা বিচ্ছেদ নিয়ে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে এবং প্রত্যন্ত গ্রামের মনোরম কিছু লোকেশনে গানটির শুটিং করা হয়েছে আশাকরি গানটি শ্রোতাদের ভালো লাগবে। এ বিষয়ে সঙ্গীত শিল্পী কুমার ইন্দ্রজিৎ বলেন, বাংলার মানুষ খুবই সঙ্গীতপ্রিয়, আমি সেই সব শ্রোতাদের জন্য ভালো কিছু গান করতে চাই যা যুগ যুগ ধরে তাদের অন্তরে বেঁচে থাকবে। আমি নিয়মিত সঙ্গীত চর্চা করে যাচ্ছি। শ্রোতাদের ভালোবাসা পেলে আমার পরিশ্রম সার্থক হবে। তিনি আরও বলেন, গানটি শোনার জন্য ইউটিউব থেকে পিরিতি কুমার ইন্দ্রজিৎ লিখে সার্চ করলে গানটি শোনা যাবে। গানটির মূল চরিত্রে অভিনয় করেছেন জুয়েল, নৈর্ঋত, অনুপ, মাহিন ও শিশু চরিত্রে অভিনয় করেছে আরাধ্যা ও তৌলিক।