“তামিম ভাইয়ের সঙ্গে তুলনা হয় না”
উইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে অষ্টম শতক হাঁকিয়ে দেশসেরা ওপেনার তামিমকে ছুঁয়েছেন মুমিনুল হক। এছাড়া চলতি বছরেও অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি। একমাত্র বিরাট কোহলি এবং তিনি ছাড়া আর কেউ টেস্ট ক্রিকেট চারটি শতক হাঁকাতে পারেননি। বর্তমান বিশ্ব ক্রিকেটের এমন দুই ব্যাটসম্যানের রেকর্ড ছুঁয়ে তবু নির্লিপ্ত মুমিনুল।
তামিম ও কোহলিকে ছুঁলেও তাদের চেয়ে রেকর্ডে বেশ এগিয়ে মুমিনুল। চলতি বছরে চারটি শতক হাঁকাতে কোহলির যেখানে ১৮ ইনিংস লেগেছে সেখানে মুমিনুলের ১৩ ইনিংস। অন্যদিকে ৮ টি শতক হাঁকাতে তামিমে যেখানে ৫৬ টেস্ট লেগেছে সেখানে মুমিনুলের ৩২ টেস্ট। এটা মনে করিয়ে দিতেই নিজেকে গুঁটিয়ে নিলেন কক্সবাজারের মুমিনুল। জানালেন, তামিম বা কোহলির মানদন্ড অনেক উপরে। মুমিনুল বলেন, ‘তামিম ভাই এর সাথে তুলনা করার প্রশ্নই আসে না। তিনি আমাদের দেশের, ক্রিকেট বিশ্বের অন্য লেভেলের ব্যাটসম্যান, আমার কাছে মনে হয় তুলনা করা ঠিক না। আর বিরাট কোহলি তো আরও উঁচুতে। এ সব নিয়ে আমি চিন্তা করি না।’
চলতি বছরে ৭ টেস্টের ১৩ ইনিংসে ৬৩২ রান। দারুণ একটি বছর গেল মুমিনুলের জন্য। কেমন কাটল বছরটা? মুমিনুল জানালেন, এখনও বছর শেষ হয়নি। আর তাই অবদান রাখারও শেষ হয়নি। তার ভাষায় ‘বছর তো এখনও শেষ হয়নি। এই ম্যাচের সেকেন্ড ইনিংস বাকি আছে, সেকেন্ড টেস্ট বাকি আছে। ওইভাবে চিন্তা না করে সবসময় চিন্তা করি একটু উন্নতি করার, দলের জন্য ভালো করার। চেষ্টা করবো এটা ধরে রাখতে’- বলেন মুমিনুল।