টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। দুই ওপেনার সৌম্য সরকার ও ইমরুল কায়েস ওপেনিং করেছেন।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে ৯ টায় ম্যাচটি শুরু হয়।
এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হচ্ছে ১৭ বছর বয়সী অফ-স্পিনার নাঈম হাসানের। চট্টলার এই ছেলে ঘরের মাঠেই নিজের প্রথম ম্যাচ খেলতে নামছেন। অবশ্য হঠাৎ করেই স্কোয়াডে ডাক পাওয়া সাদমান ইসলামের টেস্টে অভিষেকের অপেক্ষা আরো বাড়ল। তরুণ সাদমানের বদলে অভিজ্ঞ ইমরুল ও সৌম্য সরকারের ওপরই বাংলাদেশের ওপেনিংয়ের ভার পড়েছে। আর সাকিব দলে ফেরায় বাদ পড়েছেন আরিফুল হক। একাদশ থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদও।
গত জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বড় লজ্জার মুখে পড়েছিল বাংলাদেশ। ক্যারিবিয়ান সফরে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার পাশাপশি দুটি টেস্টেই বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। এবার স্বাগতিকদের সামনে সেই হারের বদলা নেয়ার সুযোগ।
যদিও কাজটা মোটেও সহজ হবে না, অধিনায়ক সাকিব আল হাসানের কথাতেই তা স্পষ্ট। ভারত সফরে ক্যারিবিয়ানরা ব্যর্থ হলেও দীর্ঘদিন ধরে উপমহাদেশের কন্ডিশনে খেলে নিজেদের ভালোভাবেই মানিয়ে নিয়েছে তারা। তাছাড়া দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে দারুণ শুরুর অপেক্ষাতে ক্যারিবিয়ানরা। অন্যদিকে বাংলাদেশও আগের ব্যর্থতা ভুলে ভালো শুরু করার অপেক্ষায়।
টেস্ট ক্রিকেটে ক্যারিবিয়ানদের বিপক্ষে পরিসংখ্যান ততটা উজ্জ্বল নয় বাংলাদেশ। আগের ১৪ দেখায় মাত্র ২টি টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। দুটিতে ড্র আর বাকি ১০টি হার। ঘরের মাঠে নিজেদের কন্ডিশনে এই পরিসংখ্যানকে ভুল প্রমাণ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ : ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান এবং নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কাইরেন পাওয়েল, শাই হোপ, শিমরন হেটমেয়ার, সুনিল আমব্রিস, রোস্তন চেজ, শেন ডোরিচ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, জোমেল ওয়ারিকান, শ্যানন গ্যাব্রিয়েল।
ডেইলি বাংলাদেশ/আরএস/টিআরএইচ