‘সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে দেয়া যায় না’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ইতিহাস এক সময় বিকৃত করা হয়েছিল, কিন্তু সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে দেয়া যায় না।
বুধবার সকালে জাতীয় স্বশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ৭ মার্চের জাতির পিতার যে ভাষণ শুনে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই ভাষণকে এক সময় আমাদের দেশে নিষিদ্ধ করা হয়। সেটি আর বাজাতে দেয়া হত না। কিন্তু জাতির পিতার সেই ভাষণ এখন আন্তর্জাতিক প্রামাণ্য দলিল। আজ সেই ভাষণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ। এটাকে এখন আর কেউ মুছে দিতে পারবে না। ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না এটা প্রমাণিত।
মুক্তিযুদ্ধের সময় সশস্ত্রবাহিনীর বীর সদস্যদের গৌরব স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
সরকারের বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রাষ্ট্র পরিচালনা বা প্রধানমন্ত্রীর পদ গুরুত্বপূর্ণ নয়, মানুষের কল্যাণে কাজ করে যাওয়াটাই গুরুত্বপূর্ণ। দশ বছরে উন্নতির ফলে বাংলাদেশকে আর কেউ নিচু চোখে দেখতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস রোধে কাজ করছে বর্তমান সরকার বলে জানান শেখ হাসিনা।