শ্যামনগরে শিশু শ্রম ও বাল্য বিবাহ রোধে কর্মশালা
শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে আজ সকাল ১০ টায় বাল্য বিবাহ ও শিশুশ্রম নিরসনে করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ভি,এস,ও বাংলাদেশ এর অর্থায়নে সুশীলনের ব্যবস্থাপনায় এন,সি,এস প্রকল্পের আওতায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর সরকারী মহসীন কলেজের অধ্যক্ষ তন্মায় কুমার সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম, ভি,এস ও এর প্রোগ্রাম ম্যানেজার এজিন হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাকির হোসেন, সুশীলনের উপ-পরিচালক শাহানা পারভীন এ্যানি,বে-সরকারী এনজিও সংস্থা নকশীকাথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, ২নং কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ, কর্মশালা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভি,এস,ও প্রজেক্ট কো-অডিনেটর মোঃ ইব্রাহিম আলম। এ ছাড়া মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাংবাদিক, প্রধান শিক্ষক, এনজিও প্রতিনিধি, ম্যারেজ রেজিস্টার, পুরোহিত ও সুধী মহল। সকলের বক্তব্যে বাল্য বিবাহ এবং শিশু শ্রম রোধে করুনিয় বিষয় উঠে আসে। তবে দরিদ্রতা, অশিক্ষিত, বখাটে যুবকের অসভ্যতা, আইনের কঠোর প্রয়োগের অভাব, অসেচতনতা ইত্যাদি প্রাধান্য পায়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুশীলনের উপ-পরিচালক শাহানা পারভীন এ্যানি ও নকঁশীকাথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী।