দেবহাটার কুলিয়ায় মাদক, জঙ্গী-সন্ত্রাস বিরোধী সমাবশে
দেবহাটার কুলিয়া ইউনিয়নে মাদক, জঙ্গী, সন্ত্রাস, বাল্যবিবাহ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় দেবহাটা থানা পুলিশের আয়োজনে কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী। বিশেষ অতিথি ছিলেন ওসি(তদন্ত) উজ্জল কুমার মৈত্র। থানার এসআই মামুনুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী, ইউপি সদস্য প্রেম কুমার, ভরত চন্দ্র, অচিন্ত্য মন্ডলসহ স্থানীয় ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় মাদক, জঙ্গী-সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ করাতে সকলকে একত্রে কাজ করার অনুরোধ জানান।
Please follow and like us: