আশাশুনির কাপসন্ডায় জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত
আশাশুনির কাপসন্ডা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা মন্দিরে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী জগধাত্রী পূজা সমাপ্ত হয়েছে। পূজা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ঘট স্থাপন অষ্টমী. নবমী ও দশমী বিহিত পূজা অঞ্জলি এবং প্রসাদ বিতরণ। নবমী পূজার রাত্রে সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । কাপসন্ডা সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাজরা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি প্রতিনিধি সম্ভুজিত মন্ডল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ নেতা আব্দুর রউফ মোড়ল. ইউপি সদস্য আরিফ বিল্লাহ, হোসেন আলী, সন্ধ্যা রানী, গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল লতিফ সরদার, বাংলা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি গোপাল মন্ডল, যুগের বার্তা আশাশুনি প্রতিনিধি আকাশ হোসেন, সহ উপজেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে বলেন জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। কারণ তিনি ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়। তাই উন্নয়নের ধারা ধরে রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। এ সময় সকল ভক্তবৃন্দ কাছে নৌকার ভোট প্রার্থনা করা হয়।