যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় কবি মুনিরা চৌধুরী নিহত
যুক্তরাজ্যের কার্ডিফ বাংলা একাডেমির পরিচালক কবি মুনিরা চৌধুরী (৩৯) সেখানে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
নিহতের যুক্তরাজ্য প্রবাসী ফুপাতো বোন রাশেদা আক্তার রোববার জানান, কার্ডিফে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মুনিরা। তার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কানিশাইল।
তিনি আরো জানান, মুনিরার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যে হলেও বাংলাদেশের সংস্কৃতিতে বড় করার উদ্দেশে মা-বাবা তাকে লেখাপড়ার জন্য বাংলাদেশে পাঠান। পরবর্তী সময়ে মুনিরা বাংলায় কবিতা ও গদ্য লেখা শুরু করেন। তার বেশ কয়েকটি বইও প্রকাশিত হয়। তিনি তিন সন্তানের জননী।
ব্রিটেনে বাংলাদেশি সংস্কৃতির চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মুনিরা ছিলেন সেখানকার বাঙালিদের কাছে পরিচিত মুখ। তার মৃত্যুতে প্রবাসী বাঙালিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Please follow and like us: