বুধহাটায় মানববন্ধন শান্তিপদযাত্রা ও স্বাক্ষরাভিযান অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার বুধহাটায় অবাদ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনের আহবানে মানববন্ধন, শান্তিপদযাত্রা ও স্বাক্ষরাভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি সাতক্ষীরা সড়কের বুধহাটা বাজার সড়কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় পিস প্রেসার গ্রুপের (পিপিজি) আয়োজনে বেলা ১১ টায়ে মনবন্ধন শুরু হয়। এসময় দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী পলাশ মন্ডল, পেভ উপজেলা সমন্বয়কারী আব্দুস সামাদ বাচ্চু, সাংবাদিক সচ্চিদানন্দদে সদয়, পেভ এম্বাসেডার এস কে হাসান ও গোলাম মোস্তফা, সাংবাদিক জ¦লেমিন হোসেন এবং বুধহাটা সবুজ সংঘের সদস্য আহসান হাবিব, আলমগীর হোসেন, মনিরুল ইসলাম, হাবিবুল্লাহ, ইব্রাহিম, শিমুল, শাহরিয়ার নাইম, ইমরান, ইমন প্রমুখ আলোচনা রাখেন। মানবনন্ধন শেষে “সন্ত্রাস নয়, জঙ্গীবাদ নয়, এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে শান্তিপদযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়া সহিংসতামুক্ত নির্বাচন, জঙ্গিবাদ বিরোধী প্রচারে অংশ নেওয়াসহ ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ার অঙ্গীকারের মাধ্যমে স্বাক্ষরাভিযানের অংশ হিসাবে বিশাল ব্যানারে স্বাক্ষর গ্রহণ করা হয়।