নির্বাচন করবেন না ড. কামাল?
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। সম্প্রতি ঐক্যফ্রন্টের মনোনয়ন নিয়ে নানান রকম টানাপোড়েন, শরিকদের অযৌক্তিক দাবি, বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের আলাদা করে সাক্ষাৎকার গ্রহণ, সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠানে বিএনপির পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার উপস্থিতির মতো ঘটনা ঘটেছে। এ সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ড.কামাল হোসেন নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
কিছুদিন আগে ড. কামালকে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ধানমন্ডির একটি আসনসহ ঢাকার দুটি আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ জানানো হয় এবং এই প্রস্তাবে রাজি হন ড. কামাল। এমনকি ঐক্যফ্রন্টের সর্বশেষ বৈঠকে জোটের সবাই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে এমন সিদ্ধান্তও গৃহীত হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে ঐক্যফ্রন্টে ড. কামাল হোসেনের নেতৃত্ব খর্ব হওয়া, তারেক জিয়া নেতৃত্ব গ্রহণ এবং শরিকদের আকাশসমান চাহিদা কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ঐক্যফ্রন্টের মূল শরিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে বলেছেন, ‘ড. কামাল নির্বাচন করতে চান না।’ অবশ্য বিএনপির আরেক নেতা বলেছেন, ‘এগুলো তাঁর অভিমানের কথা। তিনি নির্বাচন করবেন। ঐক্যফ্রন্টের বৈঠকে বসে তাঁকে নির্বাচন করতে রাজি করানো হবে।’