তালিকায় নেই ৫০ এমপি! ও অন্যান্য সংবাদ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে নৌকার প্রার্থী বাছাই গুছিয়ে এনেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ সোমবার রাতে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পঞ্চমবার বৈঠকে বসছে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ড। গণভবনে অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য জানান, গত চারটি বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের নাম চুলচেরা বিশ্লেষণ করা হয়। সেখানে ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকায় কমপক্ষে ৫০ জন বর্তমান এমপির (জাতীয় সংসদ সদস্য) আসনে বিকল্প প্রার্থীর নাম ওঠে এসেছে। বিকল্প এসব প্রার্থীর মধ্যে বেশকিছু আসনে সাবেক এমপিরা ঠাঁই পেয়েছেন।
অন্যান্য সংবাদ
ভিডিও কনফারেন্সে বিএনপির সাক্ষাৎকার গ্রহণে তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হয়েও ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে পারেন কি না সে বিষয়ে তাত্ক্ষণিকভাবে স্পষ্ট কোনো জবাব নেই নির্বাচন কমিশনের (ইসি)। নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম গতকাল রবিবার দুপুরে সাংবাদিকদের বলেন, এ বিষয়ে ইসিতে কেউ অভিযোগ করেনি। কেউ অভিযোগ করলে বিদ্যমান আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে ইসি।
প্রথম দিনে অনুপস্থিত ১ লাখ ৬০ হাজার পরীক্ষার্থী
গতকাল রবিবার থেকে সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষায় ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে গতকাল ইংরেজি বিষয়ের পরীক্ষায় প্রাথমিক ও ইবতেদায়িতে ১ লাখ ৬০ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৬৩ হাজার ৮৩২ জন ছাত্র এবং ৫৩ হাজার ৮৭১ জন ছাত্রী। শতকরা হিসাবে ৪ দশমিক ২৪ শতাংশ অনুপস্থিত ছিল। এছাড়া ইবতেদায়িতে অনুপস্থিত ছিল ৪২ হাজার ৪১৫ জন। শতকরা হিসাবে এর হার ১৩ দশমিক ২৮ শতাংশ। অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২৬ হাজার ৬ জন এবং ছাত্রী ১৬ হাজার ৪০৯ জন।
এরশাদ কোথায়
অজ্ঞাত স্থানে `বিশ্রাম নিচ্ছেন` জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গত শনিবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ছাড়া পেয়ে বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে ফেরেননি তিনি। এরশাদ হঠাৎ আড়ালে যাওয়ায় রাজনৈতিক গুঞ্জন সৃষ্টি হয়েছে। জাপা নেতারা প্রকাশ্যে বলছেন, ৮৮ বছর বয়সী এরশাদ অসুস্থ নন। তবে দলীয় সূত্র সমকালকে নিশ্চিত করেছে অবস্থা গুরুতর না হলেও বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছেন তিনি। ভোটের আগে দলীয় কর্মীদের মনোবল ধরে রাখতে এরশাদের অসুস্থতার খবর গোপন রাখা হয়েছে। রাজধানীর গুলশানে নিজ বাড়িতে বিশ্রামে আছেন এরশাদ। তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি রয়েছে।