খরিয়াটিতে শান্তি ও সম্প্রীতিময় সমাজ গঠনে সংলাপ অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার খরিয়াটিতে শান্তি ও সম্প্রীতময় সমাজ গঠনে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

রূপান্তর খুলনার সহযোগিতায় অগ্রগতি সংস্থা সাতক্ষীরার বাস্তবায়নে পিস কনসোটিয়াম বাংলাদেশ এর আওতায় আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু শেকর রাহা। এলাকার ৫০ জন তরুন-যুব ও জ্যেষ্ঠ-অভিজ্ঞ ব্যক্তিবর্গের উপস্থিতিতে সংলাপ অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অগ্রগতি সংস্থার উপজেলা কর্মকর্তা তহিদুজ্জামান তহিদ। জনগোষ্ঠির মধ্যকার ব্যবধানের কারণ ও তার প্রতিকার, সহিংসতার কারণ ও প্রতিরোধের উপায়, পারিবারিক বন্ধন শীথিলতার কারণ ও সৃদৃঢ় করণের উপায়, তথ্য প্রযুক্তির অপব্যবহার ও সঠিক ব্যবহারের পন্থা, ধর্মীয় অপব্যাখ্যা রোধ ও সঠিক পথ উত্তরণের উপায়, শান্তি ও সম্প্রীতিময় সমাজ গঠনে প্রতিবন্ধকতাসমুহ দূর করার উপায় নিয়ে আলোচনা করেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)