সুন্দরবনে নিরাপত্তার চাঁদরে ঢাকা থাকবে দুবলার চরের রাস মেলা
প্রতি বছরের ন্যায় এবারও সুন্দরবনের দুবলার চরে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের রাসপূজা উপলক্ষে রাসমেলা শুরু হবে আগামী বুধবার। তিনদিন ব্যাপি রাস মেলা পূর্নস্নানের মধ্য দিয়ে ২৩ নভেম্বর শুক্রবার শেষ হবে। দুবলা জেলে পল্লী সমিতির আয়োজনে রাস মেলা সম্পন্ন করতে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দর্শনার্থী ও পূর্নার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য বন বিভাগের পক্ষ থেকে ৮টি নৌ-রুট নির্ধারণ করা হয়েছে। বন বিভাগ, কোস্টগার্ড, নৌ-পুলিশ, র্যাব ও বিজিবি বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। তাছাড়া সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের অপতৎপরতা রোধে কঠোর নজরদারী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনদিন ব্যাপী রাস মেলায় নির্দিষ্ট হারে রাজস্ব দিয়ে লক্ষাধিক পূর্নার্থী ও দর্শনার্থী রাস মেলায় অংশ গ্রহণ করবেন। এসময়ে পরিবেশ দূষণ করে এমন বস্তু, মাইক বাজানো, পটকা ও বাজি ফোটানো, বিস্ফোরক দ্রব্য ও যে কোন ধরনের অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র বহন করতে পারবেন না দর্শনার্থী পুর্নার্থীরা খুলনা বিভাগীয় বন সংরক্ষক ডিএফও বশির আল-মামুন জানান।