সাতক্ষীরা-৪ আসনে এমপি হতে চায় ২৮ জন
বাংলাদেশের সর্বশেষ প্রান্তে সুন্দরবনের ও ভারতের কালিন্দী নদীর সীমানায় সাতক্ষীরা-৪ আসন (জাতীয় সংসদের ১০৮)। এ নির্বাচনী এলাকাটি শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়ন ও কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন মোট ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ভোটার সংখ্যা তিন লাখ ৯৩ হাজার ৪৭৯ জন। ১৯৭১ সালের পর থেকে এই আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের একাধিক প্রার্থী সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। তাই একাদশ সংসদ নির্বাচনেও এই আসনে প্রতিটি দলের একাধিক হেভিওয়েট প্রার্থী নিজ নিজ দলের মনোনয়ন প্রত্যাশায় মনোনয়ন সংগ্রহ করেছেন। পূর্বের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ১৯৭৩ সালের নির্বাচনে তৎকালীন খুলনা-১১ আসনে (শ্যামনগর) আওয়ামী লীগের মো. মোহাসীন, ১৯৭৯ সালের নির্বাচনে পুনঃ-নির্ধারিত খুলনা-১২ আসনে বিএনপির ডা. আফতাবুজ্জামান, ১৯৮৬ সালে সাতক্ষীরা-৫ আসনে জাতীয় পার্টির এ্যাড. আবুল হোসেন, ১৯৮৮ সালে পুনরায় জাতীয় পার্টির এ্যাড. আবুল হোসেন, ১৯৯১ সালে জামায়াতের গাজী নজরুল ইসলাম, ১৯৯৬ সালের ১৫ ফেব্রয়ারীর নির্বাচনে বিএনপির অধ্যক্ষ জিএম আব্দুল হক, ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে আওয়ামী লীগের এ কে ফজলুল হক, ২০০১ সালে জামায়াতের গাজী নজরুল ইসলাম, ২০০৮ সালে জাতীয় পার্টির এইচএম গোলাম রেজা এবং ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের এস এম জগলুল হায়দার এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। আসনটিতে আগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হতে বিভিন্ন দল থেকে ২৮ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। ইতিমধ্যে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করেছেন সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল-হক দোলন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক শফিউল আজম লেলিন, বাংলাদেশ তরুণ লীগের সাধারণ সম্পাদক জিএম শফিউল্লাহ, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, মুক্তিযুদ্ধ আতাউর রহমান, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী আনিসুজ্জামান আনিছ, আওয়ামীলীগ নেতা মোজাহার হোসেন কান্টু, জেলা পরিষদ সদস্য রোজিনা কান্টু সহ ১১জন এর নাম শোনা যাচ্ছে নেতা কর্মীদের কাছথেকে। জাতীয় পাটির প্রার্থী হিসাবে ইতিমধ্যে জেলা ও উপজেলা জাতীয় পাটির নেতারা বলছেন জাতীয় পাটির চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ, জাতীয় পাটির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুস ছাত্তার মোড়ল এর নাম শোনা যাচ্ছে। কিন্তু সদ্য বিকল্পধারায় যোগ দেওয়া কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি এইচএম গোলাম রেজা বিকল্পধারায় যোগদানের মাধ্যমে রাজনীতিতে তিনি নতুন যাত্রা শুরু করেছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর প্রার্থী হয়ে মনোনয়ন ক্রয় করেছেন অধ্যক্ষ আশেক এলাহি। শ্যামনগর উপজেলা নির্বাচন অফিস থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মনোনয়ন পত্র উত্তোলন করেছেন আব্দুল করিম। আরো জানাজায় বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি হয়ে প্রার্থীর হওয়ার জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ ইফতেখার, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, বিএনপির জাতীয় কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. আব্দুর সাত্তার, শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আশেক এলাহী মুন্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা বিএনপির সভানেত্রী নূরজাহান পারভীন ঝরনা, এ্যাড. আব্দুর সালাম, এ্যাড. আরিফুল, আব্দুল জলিল সহ ১০জন প্রার্থী দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন বলে একাধিক নেতা কর্মিরা জানান। শ্যামনগর নির্বাচন অফিস থকে সতস্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র উত্তোলন করেছেন শ্যামনগর সদরের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, কেন্দ্রীয় দারুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষক এটিএম সামছুল হুদা (ঝন্টু)। সাধারণ ভোটারদের মধ্যে একটি প্রশ্ন প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে কে হবে এই নির্বাচনী এলাকার সংসদ সদস্য।