সাতক্ষীরায় ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশুর যৌন নির্যাতন প্রতিরোধে শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত
সাতক্ষীরায় ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশুর যৌন নির্যাতন প্রতিরোধে শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অগ্রগতি সংস্থার আয়োজনে টেরডেস হোমস নেদারল্যান্ডস’র সহযোগীতায় রোাববার সকাল পিটিআরসিতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান।
এ সময় আরও বক্তব্য দেন মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রকিব, সাংবাদিক আব্দুস সামাদ, শিক্ষক শাহিনুল ইসলাম, শিক্ষার্থী রোকেয়া ইয়াসমিন ও অঞ্জনা সরকার প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থান করেন প্রজেক্ট কোঅডিনেটর দেবব্রত অধিকারী। সভা পরিচানলা করেন প্রোগ্রাম অফিসার সফিউল হক।
সভায় ইন্টারনেটের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের ইন্টারনেট ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। ১৮ বছরের কম বয়সীদের হাতে মোবাইল ফোন না দেযার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, এন্ড্রয়েট ফোন, স্মার্ট ফোনের কারণে আমাদের আগামীর স্বপ্নের সোনালী প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে যাচ্ছে। এসময় ইন্টারনেটের মাধ্যমে সাইবার অপরাধ রুখতে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়।