বাঁকড়া ফুটবল মাঠে ব্রক্ষরাজপুরকে হারিয়ে বুধহাটা সেমিফাইনালে
আশাশুনির শোভনালী ইউনিয়নের বাঁকড়া ফুটবল মাঠে যুব কমিটির আয়োজনে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় ব্রক্ষরাজপুরকে হারিয়ে বুধহাটা ফুটবল একাদশ সেমিফাইনালে।জানা যায় রোববার বিকাল ৩টায় বাঁকড়া ফুটবল মাঠে ব্রক্ষরাজপুর ফুটবল একাদশ ও বুধহাটা ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়।টান টান উত্তেজনায় নির্ধারিত সময়ের মধ্যে কোন গোল না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে ৪-৩ গোলে বুধহাটা ফুটবল একাদশ ব্রক্ষরাজপুর ফুটবল একাদশকে পরাজীত করে। উক্ত খেলায় জি এম মোহাইমিনুজ্জামানের(অপূর্ব) সভাপতিত্বে,প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন শোভনালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কামালকাটী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সঞ্জয় কুমার দাশ।এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান রবীন্দ্র নাথ পাঁড়,প্রাক্তন ইউপি সদস্য আঃওহাব আলী,বাঁকড়া ইউনাইটেড ক্লাবের সহ সভাপতি মোশারাফ হোসেন,ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম,অর্থ সম্পাদক টুকু,আসাদুল ইসলাম ও তাহমিদ হোসেন।সমগ্র খেলাটি পরিচালনা করেন নাসির হোসেন,শিমুল ও বাবলু। ভাষ্যকরের দায়িত্বে ছিলেন আসাদুল হক ও সজল।আগামী মঙ্গলবার বিকাল ৩টায় সরাপপুর অগ্রনী যুব সংঘ ও সাতক্ষীরা ভাই ভাই একাদশ পরস্পরের মুখোমুখি হবে।