প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আজ থেকে শুরু
কলারোয়া থানার জয়নগর ইউনিয়নে সারা দেশের ন্যায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আজ থেকে শুরু,জয়নগর ইউনিয়নের সকল ইস্কুলের শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র ছিল বদরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে,জয়নগর ইউনিয়নে ১১ টি প্রাথমিক বিদ্যালয়,১ টি প্রি ক্যাডেট ইস্কুল ও ২ টি দাখিল মাদ্রাসা,মোট ১৪ টি ইস্কুলের পরীক্ষা এক যোগে অনুষ্ঠিত হয়েছে,জয়নগরে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ছিল ১৪ জন,ধানদিয়ায় ২৩ জন,দক্ষিণ ধানদিয়ায় ৩১ জন,চকজয়নগরে ১৬ জন,নীলকন্ঠপুরে ১৭ জন,খোর্দ্দবাটরায় ২৪ জন,মানিকনগরে ২০ জন,বসন্তপুরে ১৬ জন,ক্ষেত্রপাড়ায় ১৯ জন,রামকৃষ্ঞপুরে ১৬ জন,গাজনায় ২২ জন,১৪ টি ইস্কুলের ২৪০ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে,পরীক্ষা কেন্দ্রে কোন ধরনের অপ্রীতি কর ঘটনা ঘটেনি।
Please follow and like us: