ডিবি পুলিশের অভিযানে মোটরসাইকেল ও ২২ বোতল ফেনসিডিলসহ আটক এক
শনিবার মধ্যরাতে সাতক্ষীরা শহরের বাঁকাল কোল্ডস্টেরের সামরে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা পল্লবীর মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ নান্নু মিয়া (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মোটনসাইকেল সহ ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাসান জানান, মোটর সাইকেলের সিটের ভেতর লুকিয়ে ফেনসিডিল পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়। আমি সহ এস আই রিয়াদুল ইসলাম, মিজান, এ এস আই মাজেদ, রাজু আহম্মেদ ও মেহেদি হাসানকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে মোটরসাইকেল তল্লাশি করে ২২ বোত ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী নান্নু মিয়াকে আটক করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে জানাজায়, তার বিরুদ্ধে হত্যা, মাদক সহ একাধিক মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করা হয়েছে।