ট্রাম্পের গাড়িবহরে প্রতিবাদী নারী
ফ্রান্সের রাজধানী প্যারিসে অর্ধ-নগ্ন এক নারীর প্রতিবাদের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার প্রথম বিশ্বযুদ্ধের শততম বার্ষিকীর এক অনুষ্ঠানে অংশ নিতে গাড়িবহর নিয়ে চ্যাম্প এলিসিতে যাওয়ার সময় ওই প্রতিবাদের মুখোমুখি হতে হয় মার্কিন নেতাকে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, এলিসিতে ট্রাম্পের গাড়িবহরের মাঝে ঢুকে পড়া ওই নারীর শরীরের উপরের অংশ বস্ত্রহীন ছিল। ট্রাম্পকে উদ্দেশ্য করে নগ্ন বুকে তিনি লিখেছেন ‘ভুয়া শান্তিকামী’।
পুলিশের হাতে আটক হওয়ার আগেই ওই নারী ট্রাম্পের গাড়িবহরের কাছাকাছি চলে আসেন। বিশ্বের ৭০টি দেশের রাষ্ট্রপ্রধানরা প্যারিসে প্রথম বিশ্বযুদ্ধের শততম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
এর মাঝেই প্রভাবশালী মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহরে ওই নারীর ঢুকে পড়ার ঘটনায় প্যারিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
প্যারিসভিত্তিক কট্টরপন্থী নারীবাদী গোষ্ঠী ফেমেন ওই প্রতিবাদ জানিয়েছে বলে দাবি করেছে। ফেমেন প্রায়ই যৌনতা, বর্ণবাদ, সমকামীতা ও অন্যান্য সামাজিক এবং রাজনৈতিক ইস্যুতে আকস্মিক প্রতিবাদ জানায়।
তবে এ ঘটনায় অন্তত দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে প্যারিস পুলিশ।