টাইবেকারে পিকে ইউনিয়ন ক্লাবকে ৫-৪ গোলে হারিয়ে ভালুকা চাঁদপুর সবুজ সংঘ ফাইনালে
সাতক্ষীরা (ডি.এফ.এ) বাফুফে জেলা ১ম বিভাগ ফুটবল লীগ -২০১৮ এর দ্বিতীয় সেমিফাইনাল খেলায় টাইবেকারে পিকে ইউনিয়ন ক্লাবকে ৫-৪ গোলে পরাজিত করে ভালুকা চাঁদপুর সবুজ সংঘ ফাইনালে।রোবাবার বিকালে সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে ১ম বিভাগ ফুটবল লীগ-২০১৮ এর দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশ নেয় পিকে ইউনিয়ন ক্লাব বনাম ভাঁলুকা চাঁদপুর সবুজ সংঘ। খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা না পাওয়ায় খেলা গোল শুণ্য শেষ হয় এবং খেলা রুপ নেয় টাইবেকারে। তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলা করেও কোন দল গোলের দেখা পায়নি। টাইবেকারে ভালুকা চাঁদপুর সবুজ সংঘ ৫-৪ গোলে পিকে ইউনিয়ন ক্লাবকে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। এসময় খেলা উপভোগ করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, ১ম বিভাগ ফুটবল লীগ-২০১৮ এর চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, সদস্য আনোয়ার হোসেন, মোমিন উল্লাহ মোহন, শেখ ওলিউর রহমানসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যসোসিয়েশনের কর্মকর্তা ও ফুটবল প্রেমী দর্শক। খেলার রেফারীর দায়িত্ব পালন করেন ইকবাল আলম বাবলু, সহকারী রেফারী ছিলেন আব্দুল মোমেন, বাবলু ও আসাদুজ্জামান আসাদ। আগামী ২২ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টা ৪৫ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়ামে ১ম বিভাগ ফুটবল লীগ -২০১৮ এর ফাইনাল খেলায় অংশ নেবে টাউন স্পোর্টিং ক্লাব বনাম ভালুকা চাঁদপুর সবুজ সংঘ। ১ম বিভাগ ফুটবল লীগ -২০১৮ এর ফাইনাল খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশন।