কালিগঞ্জ উপজেলায় আয়কর মেলার উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান
কালিগঞ্জ উপজেলায় দুই দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। রবিবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর অঞ্চল খুলনা, সহকারী কর কমিশনার সার্কেল-১৬ এর উজ্জ্বল কুমার সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের সহকারী অধ্যাপক শফীক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, সাতক্ষীরা জেলা আয়কর আইজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ জাহাঙ্গীর কবির, নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি শেখ ফিরোজ কবির কাজল প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুধী ও সাংবাদিকবৃন্দ। এ সময় আয়কর মেলার তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সার্কেল-১৩ এর সহকারী পরিদর্শক আবু সাঈদ।