কলারোয়ার কাজীরহাটে আট দলীয় বন্ধন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রবিবার বিকেলে কলারোয়ার কাজীরহাট হাইস্কুল ফুটবল মাঠে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ক্রীড়া সংগঠন কাজীরহাট প্রগতি সংঘ এ খেলাটির আয়োজন করে। খেলায় কাজীরহাট বাজার কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ আয়ুব আলীর সভাপতিত্বে ও সাংবাদিক প্রভাষক সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন বাজার কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী, কলারোয়া বার্তার সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক সরদার জিল্লুর রহমান।
উদ্বোধনী খেলায় খোরদো রাইজিং স্পোটিং ক্লাব এবং ভাদড়া স্পোটিং ক্লাব উভয়ে ২টি করে গোল করলে টাইব্রেকারে ভাদড়া স্পোটিং ক্লাব খোরদো রাইজিং স্পোটিং ক্লাবকে পরাজিত করে। আনন্দপূর্ণ এ খেলার রেফারী ছিলেন রাশেদুল ইসলাম, সহ রেফারী ছিলেন-রুহুল আমীন ও সাইদুর রহমান।