এনইউবিটি খুলনার শিক্ষার্থীদলের আয়কর মেলা- ২০১৮ তে অংশগ্রহণ
আজ কর ভবন খুলনায় অনুষ্ঠিত আয়কর মেলা ২০১৮ তে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের একটি দল অংশগ্রহণ করে। খুলনা কর বিভাগরে আমন্ত্রণে দুই জন শিক্ষকের তত্বাবধায়নে দলটি আয়কর মেলায় অংশগ্রহণ করে। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও সেখানে অংশগ্রহণ করে।
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনার ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান এস.এম. মনিরুল ইসলাম বলেন, ‘‘আয়কর’’ ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ের অংশ। শিক্ষার্থীরা এমেলায় অংশগ্রহণের মাধ্যমে আয়কর সংক্রান্ত বাস্তব জ্ঞান অর্জন করে ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।
Please follow and like us: