শ্যামনগর আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
স্বাধীনতা বিরোধীদের সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে সকল কর্মকান্ড রুখতে ও নৌকা প্রতীক বিজয়ের লক্ষে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৪ টায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার বাবু। আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, ডেপুটি কমান্ডার গাজী আবুল হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডাঃ মুজিবর রহমান, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জি, এম আকবর কবীর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জিয়াউর রহমান জিয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি মনজুর এলাহী খোকন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি কামরুল হায়দার নান্টু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মনিরুজ্জামান ডলারের নেতৃত্বে সকল ইউনিয়ন কমান্ডের সভাপতি/সম্পাদক সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক অলিউর রহমান।