মুনজিতপুরে দুর্ধর্ষ চুরির ঘটনার কোন অগ্রগতি নেই
সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় আব্দুর রশিদের বাড়ির ভাড়াটিয়া রাজিয়া সুলতানার বাড়িতে ১২ নভেম্বর দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হলেও পুলিশ অভিযোগের ভিত্তিতে আজও কোন ক্লু উদ্ধার করতে পারিনি এবং মামলা ও রেকর্ড করেনি বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিপূর্বেও একই বাড়িতে চুরি সংগঠিত হয়েছিল।
অভিযোগ সুত্রে জানা যায়, আব্দুর রশিদের বাড়ির ২য় তলার ভাড়াটিয়া রাজিয়া সুলতানার বাড়িতে ১২ নভেম্বর সকাল ৯টায় বাড়ি থেকে বেরিয়ে যায়। বেলা সাড়ে ১১টার পরে বাড়ি ফিরে দেখতে পায় দরজার হ্যাজবোল্ড ও তালা কাটা এবং ঘরের ভিতরে সব জিনিস পত্র ছড়ানো। কেউ না থাকায় চোরেরা ড্রয়ারে রাখা ৯৬ হাজার নগদ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হলেও চুরির ঘটনায় কোন মামলা রেকর্ড হয়নি এবং চুরির বিষয়ে কোন রহস্য উদঘাটন হয়নি। প্রথমে কাটিয়া ফাড়ির ইনচার্জ তসলিম এ চুরির ঘটনা তদন্ত শুরু করে। এরপর সদর থানার এসআই ফতেউর রহমানকে এ চুরির ঘটনায় তদন্ত ভার দেওয়া হয়েছে।
এ ব্যাপারে তদন্তকারী এসআই ফতেউর রহমান জানান, বাড়ির মালিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বা কোন ব্যবস্থা রাখেনি। তবে তদন্ত শুরু করেছি। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে। খুব শিঘ্রই চোর সনাক্ত ও চুরির রহস্য উদঘাটন করতে পারবো। চোর সনাক্ত না হওয়া পর্যন্ত মামলা রেকর্ড হবেনা। সেই সাথে সন্দেহভাজন ঐ বাড়ির একজন ভাড়াটিয়াকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত চোর সনাক্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবী জানিয়েছে।
এ ব্যাপারে সচেতন মহল ও ভুক্তভোগী পরিবার এধরনের দিনে দুপুরে সংগঠিত দুর্ধর্ষ চুরি করা চোর চক্রকে গ্রেফতার পূর্বক দৃষ্ট্রান্তমুলক শাস্তি ও মালামাল উদ্ধারের জন্য জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।