নলতায় মা বোনদের সাথে এমপি রুহুল হকের উঠান বৈঠক
কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে বতর্মান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে গ্রামের মা বোনদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে নলতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মাঘুরালী গ্রামের বিশ্বাস পাড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপির পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য এস এম আসাদুর রহমান সেলিম। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে নৌকায় ভোট চেয়ে আরও বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ শাহরিয়ার, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাষ্টার শামছুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম উল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মহিবুল্লাহ সহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ সহ আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ হোসেন লিটু।