স্বাস্থ্যসেবায় আন্তরিক হতে গ্রাম ডাক্তারদের প্রতি আহবান জানালেন- কলারোয়ার ওসি শেখ মারুফ আহম্মদের
কলারোয়ার গ্রাম ডাক্তারদের নিয়ে গাজী মেডিকেল এর আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া জি.কে.এম.কে. পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে শুক্রবার সকাল ১০ টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
রাসেল ফার্মেসীর সত্ত্বাধিকারী ও গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব ডা. কাজী শামসুর রহমান এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ। প্রধান অতিথি এ সময় স্বাস্থ্যসেবায় আন্তরিক হতে গ্রাম ডাক্তারদের প্রতি বিশেষ ভাবে আহবান জানান। গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজী মেডিকেল এর পক্ষে প্রশাসনিক কর্মকর্তা এহসানুল কবির, সমিতির উপদেষ্টা ডা.আব্দুল হান্নান, মোঃ শামসুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি আনসার আলী, সেলিম সিদ্দিকী প্রমুখ।