সুবর্নাবাদ সেন্ট্রাল হাইস্কুল এসএমসি’র সদস্য পদের নির্বাচন কাল
দেবহাটার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সুবর্নাবাদ সেন্ট্রাল হাইস্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক সদস্য পদের নির্বাচন কাল শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে শুরু হয়ে একটানা বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোটগ্রহন। এবারের নির্বাচনে অশোক সরকার,ইউনুছ মৃধা,বিকাশ কান্তি হালদার,শহিদুল ইসলাম ও তানজিলা বেগমের সমন্বিত ৫ সদস্যের প্যানেল ছাড়াও মোট ১২ জন প্রার্থী অভিভাবক সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছে। তবে তাদের মধ্যে ৫ সদস্যের এ প্যানেলটি অভিভাবকদের আস্থা অর্জনের মাধ্যমে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন। সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক পরিমল গাতিদার বলেন,সুস্থ সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ শত শিক্ষার্থীদের অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ করবেন। তাছাড়া নির্বাচন চলাকালীন সময়ে শিক্ষক,গণ্যমান্য ব্যাপ্তিবর্গ,অভিভাবকদের পাশাপাশি উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।