পদ্মশাখরায় নয়া ড্রিংকিং ওয়াটার লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইবেকারে পিডিকে মিতালী সংঘ কালিগঞ্জ চ্যাম্পিয়ন
নয়া ড্রিংকিং ওয়াটার লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) বিকালে সদরের ভোমরা ইউনিয়নের পদ্মশাঁখরা কোহিনুর ক্লাবের আয়োজনে এবং খালিদ রোভারেজ প্রাঃ লিমিটেডের সৌজন্যে জেলা পরিষদের সদস্য ও জেলার সেরা করদাতা মো. আল ফেরদৌস আলফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা ট্রান্সপোর্ট এসোসিয়েশনের সভাপতি মো. কামরুল ইসলাম গাজী, খালিদ বেভারেজ প্রাঃ লিঃ এর চেয়ারম্যান মো. খালিদ হাসান শান্ত, পদ্মশাঁখরা কোহিনুর ক্লাবের সভাপতি মো. বাবর আলী সরদার, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী প্রমুখ।
নয়া ড্রিংকিং ওয়াটার লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলায় জাতীয় দল, নাইজেরিয়ান ও ঘানার খেলোয়াড়দের সমন্বয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে গাংনিয়া সবুজ সংঘ বনাম পিডিকে মিতালী সংঘ কালিগঞ্জ। খেলার নির্ধারিত সময়ে প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। ফলে খেলা রুপ নেয় টাইবেকারে। টাইবেকারে ৪-৫ গোলে গাংনিয়া সবুজ সংঘকে পরাজিত করে পিডিকে মিতালী সংঘ কালিগঞ্জ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন গাংনিয়া সবুজ সংঘের গোলকিপার শাওন এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পিডিকে মিতালী সংঘ কালিগঞ্জ’র মোস্তফা। খেলার রেফারী ছিলেন ইকবাল আলম বাবলু ও সহকারি রেফারী ছিলেন ইকবল কবির খান বাপ্পি এবং আবু অহিদ বাবলু। এসময় উপস্থিত ছিলেন ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, ভোমরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোনাজাত গাজী প্রমুখ। এসময় নয়া ড্রিংকিং ওয়াটার লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলার মাঠ কানায় কানায় দর্শকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।