বেনাপোল সীমান্ত ইয়াবা সহ মহিলা আটক
যশোরের বেনাপোল সাদীপুর সীমান্ত থেকে ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বুধবার সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামে বেলতলা এলাকায় অভিযান চালিয়ে ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোছাঃ জামেনা বেগম(৪৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক জামেনা বেগম সাদীপুর গ্রামের মৃত মোহাম্মাদ আলীর মেয়ে।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র গোয়েন্দা বিএসবির নায়েক সুমন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নারী ব্যবসায়ী ভারত থেকে ইয়াবার একটি চালান পাচার করে বেনাপোল সাদীপুর বেলতলা এলাকায় অবস্থান করবে। সেসময় সেখানে অভিযান চালিয়ে মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে ।