কলারোয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবসে র্যালি ও আলোচনা সভা
কলারোয়ায় ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস যথাযথ ভাবে পালিত হয়েছে। “ডায়াবেটিস, প্রতিটি পরিবারের জন্য চিন্তার বিষয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়া উপজেলা ডায়াবেটিস হাসপাতালের আয়োজনে বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের নেতৃত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রা বিন্দুতে এসে শেষ হয়। সেখানে র্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর হোসেন, ডায়াবেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ তোজাম্মেল হোসেন মানিক, রমজান আহমেদ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এম এ সাজেদ, সাংবাদিক জুলফিকার, মাষ্টার শেখ শাহাজান আলী শাহিন, ফারুক হোসেন রাজ, ডায়াবেটিস হাসপাতালের ম্যানেজার বদরুজ্জামান বদরু,
ডাঃ প্রদ্বীপন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসের বেঞ্চ সহকারী এম এ মান্নান, গণমৌত্রীর পরিচালক মেহেদী হাসান সহ সকল এনজিও কর্মকর্তা ও ন্যাশনাল সার্ভিস কর্মসূচির বিপুল সংখ্যক সুফলভোগী।