আশাশুনির দাঁদপুরে মৎস্য ঘেরের বাঁধ কেটে ক্ষয়ক্ষতির অভিযোগ
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের দাঁদপুর বিলে মৎস্য ঘেরের বাঁধ কেটে ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
দাঁদপুর গ্রামের মৃত আপ্তাপ বিশ্বাসের ছেলে আনারুল বিশ্বাস জানান, তারা দীর্ঘ কয়েক বছর যাবৎ দাঁদপুর মৌজায় ১ নং খাস খতিয়ানে ১৩২৭ নং দাগে ১ একর জমি একসনা ইজারা গ্রহণ করে মৎস্য ঘের করে মাছ চাষ করে আসছেন। চলতি ১৪২৫ সনের জন্য ইজারা পেতে আবেদন করেছেন। যা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ঐ জমিতে মাছ রয়েছে। মঙ্গলবার সকালে একই গ্রামের জগদীশ ও গোবিন্দসহ তাদের লোকজন তাদেরকে (আনারুল ) কিছু না জানিয়ে তাদের দখলীয় জমির ঘেরের বাঁধ কেটে একাকার করে দেয়।এ সময় ঘেরে থাকা ২০/৩০ হাজার টাকার মাছ ধরে নিয়ে যাওয়া হয়।
বাঁধ কাটতে স্থানীয়সহ বহিরাগত লাঠিয়াল বাহিনী নিয়ে যাওয়া হয় অভিযোগ করে আনারুল ও তার স্ত্রী সাবেক মহিলা মেম্বার নাজমিন নাহার জানান, অবৈধ জবরদখলে বাধা দিলে তারা হত্যার হুমকী দিচ্ছে। ফলে অসহায় পরিবারটি চরম বিপাকে পড়েছেন।
একই গ্রামের মৃত নরেন্দ্র মন্ডলের ছেলে জগদীশ ও মনিন্দ্র মন্ডলের ছেলে সঞ্জয়সহ তাদের লোকজন জানান, একই দাগে বাকী ২১ শতক জমি তারা গত বছর ইজারা নিয়েছিলেন। চলতি ১৪২৫ সনের জন্যও ইজারা নিয়েছেন। তাদের ইজারা পাওয়া জমিতে তারা দখল নিয়েছেন। বাঁধ কেটে নিজেদের রেকর্ডীয় জমির সাথে ইজারা পাওয়া ২১ শতক জমি একসাথে করে নেওয়া হয়েছে, লুটপাট করা হয়নি বলে তারা জানান।