তালা-কলারোয়া আসনকে মডেল হিসেবে গড়তে চায় তরুণ সংগঠক সোহাগ
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আ.লীগের দলীয় মনোনয়ন জমা দিয়েছেন তরুণ সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও আ.লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য কামরুজ্জামান সোহাগ।
সোমবার বিকেলে ধানমন্ডির আ.লীগের কার্যালয়ে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এর আগে রোববার সাতক্ষীরা-১ আসনে আ.লীগের দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেন তিনি।
মনোনয়ন জমা দেওয়ার পর তরুণ সংগঠক কামরুজ্জামান সোহাগ বলেন, মানুষ এখন চায় তারুণ নেতৃত্ব। তরুণরাই অপেক্ষাকৃত সৎ ও কর্মঠ। সত্যিকার অর্থে দেশপ্রেম ও মানুষের জন্য কিছু করার দৃড়তা তরুণদের মাঝে বেশী লক্ষণীয়। তালা-কলারোয়া আসেন অনেকে এমপি হয়েছেন কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। ছোটবেলা থেকেই জনগণের সেবক হওয়ার ইচ্ছায় কাজ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তবে তালা-কলারোয়া আসনকে একটি মডেল হিসেবে জননেত্রীকে উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস করি।