দেবহাটায় লানিং এন্ড শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত
শিশু অধিকার প্রতিষ্ঠায় শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সামাজিক জবাবদিহিতা কার্যক্রমর অগ্রগতি বিষয়ক লানিং এন্ড শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে সেভ দ্যা চিলড্রেনের অর্থায়নে ব্রেকিং দ্যা সাইলেন্স এর আয়োজন অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি(তদন্ত) উজ্জ্বল মিত্র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, বিআরডিপি চেয়ারম্যান আবুল কাশেম, ব্রেকিং দ্যা সাইলেন্স এর সিনিয়র প্রোগ্রাম অফিসার জর্জ তমাল চৌধুরী, সহকারী গবেষক জহুরুল ইসলাম প্রমুখ। এসময় প্রকল্পের বিভিন্ন কমূসূচির অর্জন নিয়ে আলোচনা করা হয়।