তালায় সাস’র স্যানিটেশন উপকরন বিতরণ
তালার বেসরকারি উন্নয়ন সংস্থা সাস’র উদ্যোগে ৩০ জন দরিদ্র নারীর মাঝে স্যানিটেশন উপকরণ হিসেবে টিন, কাঠ, খুটি, রিং ও স্লাব বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সাস’র প্রধান কার্যালয়ে উপকারভোগীদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’র অর্থায়নে এবং জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ক স্যানিটেশন প্রকল্প’র আওতায় ল্যাট্রিন তৈরির উপকরন বিতরণ অনুষ্ঠান সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, সাস’র সহকারী পরিচালক এ.কে.এম. গোলাম ফারুক। সাস’র প্রকল্প সমন্বয়কারী আব্দুস সালাম’র পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে তালা রিপোর্টার্স ক্লাব’র সাধারন সম্পাদক জুলফিকার রায়হান প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে সাস’র কর্মকর্তা ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তালা ও মাগুরা ইউনিয়নের ৩০জন দরিদ্র নারীর হাতে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন তৈরির জন্য টিন, রিং ও স্লাব সহ অন্যান্য উপকরন তুলে দেয়া হয়।