কুঁন্দুড়িয়ায় সার্বজনীন শ্মশানের পুকুর খনন উদ্বোধন
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া সার্বজনীন শ্মশান ঘাটের পুকুর খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এ কাজের উদ্বোধন করা হয়।
এলাকার হিন্দু সম্প্রদায়ের একমাত্র শেষ কৃত্য অনুষ্ঠান স্থল সার্বজনীন শ্মশানে কোন পুকুর না থাকায় শেষ কৃত্যানুষ্ঠানের সময় ব্যাপক সমস্যার সৃষ্ট হয়ে আসছিল। সমস্যা সমাধানের জন্য এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের কাজে লাগিয়ে পুকুর খনন করা হচ্ছে। খনন কাজের শুভ উদ্বোধন করেন শ্মশানের সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী রবীন্দ্র নাথ দে। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা মেম্বার মমতাজ বেগম, ইউপি সদস্য মতিয়ার রহমানসহ এলাকার সর্বস্তরের মানুষ। ৪৫/৫০ জন শ্রমিক কাজে লাগিয়ে পুকুর খনন করা হচ্ছে।
Please follow and like us: